স্বর্ণরেখার বর্ণমালায়
বাংলা আমার প্রাণ
এই ভুবনে সবার উপর
বাংলা ভাষার মান!

দেখুন সকল তথ্য ঘেঁটে
কিংবা খুঁজুন ইন্টারনেটে

মিষ্টি ভাষায় সবার আগে-
বাংলার অবস্থান
বাংলা আমার মাতৃভাষা
খোদার সেরা দান।

বিঃদ্রঃ জাতিসংঘের সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অধিসংস্থা ইউনেস্কো পরিচালিত ২০১০ সালের এক সমীক্ষা অনুযায়ী, 'বাংলা' বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা। এর পরে দ্বিতীয় ও তৃতীয় মিষ্টি ভাষার মর্যাদা পায় যথাক্রমে 'স্প্যানিশ' ও 'ডাচ' ভাষা।