মিয়াভাই-এর ছাতা
ইচ্ছে হলে যে কেউ এসে
গুঁজতে পারেf মাথা
রোদ বৃষ্টি ঝড়ে
রইবে মাথার ‘পরে
দীন-দরদী মিয়াভাই-এর
স্নেহের ছায়া পাতা।।
মিয়াভাই-এর ছাতা
দুষ্টলোকে সেটা নিয়েও
বলতে পারে যা তা
একটু করো ধ্যান
আছে যেটুক জ্ঞান
এ তল্লাটে কেউ কি আছেন
ওনার মত দাতা।
যদি বলো-‘নাই!’
মিয়াভাই-এর ছাতা মার্কায়
ভোটটা তবে চাই।।