মাতৃভাষার তুলনা নাই
বলছি সেটাই আমি
তোমার ভাষা তোমার কাছে
সর্বদা হোক দামি।

মায়ের ভাষার দাবি তুলে
দেশ সাজালাম রক্তফুলে

মাতৃভাষায় থাকতে পারে
সবারই পাগলামি
কিন্তু এমন নজীর কোথায়
প্রাণ ত্যাগেছি আমি।