এই জগতে মাতা-ই বেহেস্ত
যে সন্তান মানে-
জীবন যে তার পূর্ণ হবে
পরম সুখের ঘ্রাণে!
থাকতে সময় মাকে রাখো
বানিয়ে মাথার তাজ
জেনে রাখো সেটাই হবে
পরকালের কাজ!
নামাজ রোজা হজ্ব যাকাত
বৃথা-ই যাবে সব
মায়ের প্রতি অবহেলার
থাকলে অনুভব!
যে জন সদয় মায়ের প্রতি
শ্রেষ্ট সে সন্তান-
পরকালে আল্লাহ্ তাকেই
বেহেস্ত দিবেন দান।।