পেটে পেটে কথা রাখে
পেটুক সে নয়,
তারে নিয়ে ভয়
মানুষের বড়ো ক্ষতি
তার দ্বারা হয়।
চেহারাটা ভোলাভালা
মনে মনে খল;
খোঁজে অবিরল
স্বারথের ফুঁটো কড়ি
করে না সে তল!
সুখে এসে পাশে বসে
বহুরূপী জন;
গোণে দিনক্ষণ
দূরদিনে কেটে পরে
এমন স্বজন!
দেখে নিও সমাজেতে
রাগ বেশি যার-
মন ভালো তার;
অপরাধ পেলে মোটে
দেয় নাতো ছাড়!