১/ মানুষ

তবুও বড়াই শ্রেষ্ঠজীবের,
চলন-বলন উল্টা
নিজের পায়ে কুড়াল মেরে
প্রসার করে ভুলটা!

প্রকৃতিকে- নিধন করে
বাঁচার উপায় খোঁজে
মানবতা- দু’পায় পিষে
নিজের স্বার্থ বোঝে!

অস্থিমজ্জা- অহংকারী
হিংসা ঘৃণা ক্রোধে
শ্রেষ্ঠজীবের তকমা কেন
পাই না সেটা বোধে!!
____________

২/ পোড়া ঘা

ভালোবাসা ভাল নয়
বলবো না তা-
লোক চিনে প্রেম করো
পথ চিনে পা!

হেরে গিয়ে পস্তাবে
সেটা ভাল না-
সারাজীবন শুকোবে না
প্রেমে পোড়া ঘা!
____________