সাত-ই মার্চে শেখ মুজিবুর
দিয়েছিলেন চেতনা-
সেই চেতনায় ক্রদ্ধে
ঝাপিয়ে পড়ে যুদ্ধে
তা না হলে- বাঙালিরা-
স্বাধীনতা পেতো না!
মুজিব ছাড়া লাল-সবুজের
ঐ পতাকা উড়তো না
সত্য যারা মানেনা
তারা কিছু জানেনা
এই পৃথিবীর মানচিত্রে-
বাংলাদেশটা জুড়তো না!