ছাতার তলে মাথা গুজে
মামু খাচ্ছে’ দই
খাক না তাতে তোদের কি যায়
ভেবে অবাক হই!
ওটাই যদি ইস্যু মানিস
টিস্যু রাখিস সাথে-
দই কিন্তু লেগে আছে
তোদের মুখে-হাতে
শেষে আবার রাজ্যজুড়ে
বাঁধাস না হইচই।
এক মাঘে শীত যায় না
আবারও মাঘ আসে
সত্য কভু রয় না চাপা
সময়ে ঠিক হাসে!
নিজের মন্দ চেপে রেখে
পরের খুঁজিস অই!