আমাদের গোরু লাল টুকটুক
মামাদের গোরু কালো
মামাদের চেয়ে আমাদের গোরু
অনেক অনেক ভালো।
মামাদের গোরু ঘাস খায় নাকো
চড়তে যায় না মাঠে
আমাদের গোরুর সারাদিনটা-
ঘোরাঘুরি করে কাটে।
আমাদের গোরু গুঁতো দেয় নাকো
মামাদেরটা গুঁতোয়
ফোঁস ফোঁস করে ঘাড়টা নাড়ায়
তেড়ে আসে সে ছুতোয়।