আমাদের বড়মামা-
সারাদিন সা-রে-গা-মা,
সুর সাধে’ শুধু হারমুনিতে!
বড়মামী আফরোজা,
একেবারে সাদা-সোজা-
মিছেকথা না-পারেন শুনিতে!
আমাদের বড়কাকা-
সারাদিন গুণে’ টাকা,
ক্যাসিয়ার তিনি এ.বি ব্যাংকের!
বড়কাকীর সাজগোজে,
লোকজনে এই বোঝে-
অফিসার কোন উচু র্যাংকের !
আমাদের মেঝমামা-
বাহারের ছাপা জামা,
পড়ে,করে অভিনয় যাত্রায়!
মেঝমামী কুমকুম-
সারাদির যান ঘুম,
ট্যাবলেট গিলে অতি মাত্রায়!
আমাদের মেঝকাকা,
জেমস্ কাট্ চুল রাখা,
চিরুনী চালান সেথা বারবার!
মেঝকাকী সুলতানা,
চোখ দুটি টানা টানা,
তর্ক-বাগিস, নয় হারবার!
আমাদের ছোটমামা,
কুংফুতে হামা-গামা,
ব্ল্যাকবেল্ট হোল্টার-কারাটে!
ছোটমামী মদিনা,
রূপে-গুণে যদি না,
টিভি টক-শোতে হন ভারাটে!
আমাদের ছোটকাকা,
লাইফ তার আঁকাবাঁকা,
আছে দশ/বারোটা মামলা!
ছোটকাকী বাপঘরে-
বারোমাস বাসকরে,
থানা- শ্রীনগর, পোষ্ট- দামলা!