সুখের মোটে নেই প্রয়োজন-
দুঃখ নিতে কিছু
ছুটছি তোমার পিছু।
দুঃখেই জীবন পূর্ণতা পায়-
সুখ তো কেবল ফাঁকি
বুঝতে পারো তা কি?
বোঝই যদি এসো করি-
দুঃখের মাখামাখি,
এই জীবনের চলার পথে
যেটুক পথ বাকি!
তুমি-আমি, আমি-তুমি
মিলেমিশে থাকি।