খোদার সেরা দান
এই মাহে রমজান
পাপি-তাপি
চাইলে মাফি
পাবে পরিত্রাণ-
কর রে মন সহি দিলে
তাঁরই গুণগান।।
নাযাতের এই মাস
আল্লাহ্ তালার খাস
সেই উসীলায়
পাপ মুছে যায়
হয় রে পূণ্যের চাষ
এই মাসে হয়েছে নাযিল
পবিত্র কোরআন।।
যত গুণাগার
হয়ে যাবে পার
পুলসিরাতে
তাঁর দয়াতে
করুণা চাও তার
স্রোষ্টা তিনি দয়ার সাগর
রহিম রহমান।।