বাগানের লিচুগাছে-
জাম্বুরা ধরে আছে!
একা সেটা দেখেছিল-
আমাদের ইমরুল!

সকলের- অজান্তে-
গেল পেড়ে আন্তে!
খোঁচা দিতে- তেড়ে এলো
একঝাঁক ভিমরুল!

বাপরে কি কান্ড-
ওরা কী পাষন্ড!
ছোট হয়ে বড়কে যে
একটুও ডরে না!

নাক-মুখে খেয়ে হুল
বুঝে গেছে ইমরুল
কোনদিনও লিচুগাছে
জাম্বুরা ধরে না।