(লালমনিরহাট থেকে রংপুরগামী কাকিনার মহিপুরে তিস্তা সেতুর উপর নির্মিত “শেখ হাসিনা সেতু” উদ্বোধনের ১২ বছরের মাথায় বেহাল দশা। অথচ সেতুটি নির্মাণের সময় সাংবাদিকসহ সাধারণ জনগণ নিম্নমানের সামগ্রী এবং নানান অনিয়ম নিয়ে এলজিইডির কাছে অভিযোগ করে কোন ফল পায়নি)
ঘোড়ার ছেলে গাধা-
বাপের কোটায় চাকরি পেয়ে
সাজেন বড়োদাদা!
যা ইচ্ছা তাই করতে পারেন
কে দেয় তারে বাধা!
এলজিইডির কামে-
এক টাকার চার আনা সে
রাখেন নিজের নামে
বারো আনার চার আনা দেন
আনুগত্যের খামে!
কাজের জন্য তা কি?
রাজনৈতিক নেতা-নেত্রীর
কেউ এসে দেন ঝাঁকি
দুই আনা যায় সামাল দিতে
ছয় আনা রয় বাকি!
ঠিকাদারির কাজে-
চার আনা লাভ ঠিকাদারের
ঐ ছয় আনার মাঝে
টাকার কাজ দুই আনাতে
ক্যান হবে না বাজে!