ও পাড়ার- লালু
হাটে বেচে আলু
সারাদিন চুলকায়-
দু’হাতের তালু!
তালু চুলকালে নাকি
হাতে আসে টাকা
দিনশেষে দেখে তার
পকেটটা ফাকা।
এ পাড়ার ফালু
ছেলে খুব চালু
যাকে তাকে দুলাভাই
আর ডাকে খালু!
দুলাভাই-খালু ডেকে
চলছে সে বেশ
লোকে বলে তার নাকি
মোটামুটি ক্যাশ!