লা-শারিক আল্লাহ আমার
দিলের অনুভব
দো-জাহানের মালিক তিনি
তিনি আমার রব!
এগিয়ে যেতে করি না ভয়
নেই কো দ্বিধা নাহি সংশয়
আল-কোরআনে জীবন বিধান
দেখি আমার সব।।
দো-জাহানের বাদশা তিনি,
আল্লাহু আকবার!
মুহাম্মাদুর রাসুলুল্লাহ
উকিল যে আমার।
আমার যত বিপদ-আপদ
আল্লাহ আমার দিশা ও পথ
জ্বীন-ফেরেশতার মুখে থাকে
তাঁরই কলরব।।