যাচ্ছিস কই?
শ্বশুড়বাড়ী? যা-
ওদের নিয়ে
রাবড়ি-মালাই খা,
রোগেশোকে
মরে- মরুক মা,
ওতে- তোর
কিচ্ছু আসে না।

তুই একটা-
চামবাদুড়ের ছা,
মায়ের ঘরে
রাখিস না যে পা,
শুনলাম তাঁর-
পেটে নাকি ঘা,
মরলে তখন-
করিস গিয়ে হা।