ক্রিং ক্রিং সাইকেল
বাবা যায় গঞ্জে
উড়– উড়– পাখি হয়
আমাদের মন যে!
লুটোপুটি খুনসুটি
দৌঁড় ঝাপ লম্ফ
বাড়িময় শুরু হয়
যেন ভূমিকম্প!
ক্রিং ক্রিং সাইকেল
যেই শুনি ছন্দ
বাবা এলো বাড়িতে
শোরগোল বন্ধ।
ভাই-বোন থাকে না
আর কোন দ্বন্দ্ব
বই-খাতা নিয়ে বসি
আমি আর নন্দ।