খুঁটার জোরে ম্যাড়া কোঁদে-
শুনছি এমন উক্তি
মন্ত্রী সাবেব শালার দাপট
দেখাইলো সেই যুক্তি।


পাওয়ার আওয়ার শেষটায়
শান্তি আইবো দেশটায়
ভাববেন না এই জনতায়
পাইবো সহজ মুক্তি।


মন্ত্রী যাইবো- মন্ত্রী আইবো
হের শালায় ক্ষমতা পাইবো
মানেন কিবা নাইবা মানেন
অধমের কটুক্তি।।