ইতিকথা রীতিকথা-
প্রীতি নিয়ে থাকি
সবশেষ করেও তো
কিছু কথা আঁকি!

কিছুকথা সহজেই
হয়না তো শেষ
কথার পেছনে কথা
রেখে যায় রেশ!

উড়োকথা বুড়োকথা
নতুনওতো আছে
যদিও পাকে না কথা
ধরেনা সে গাছে!

তবুও কথার কথা-
বলি কত জনে
কথা বলে ব্যথা কেউ
দিওনাকো মনে।

মিছে কথা পিছে কথা
মোটে ভালো নয়-
মুখের কথায়ও কেউ
প্রিয়জন হয়।।