গদীর স্বপ্নে বিভোর রয়েছি-
খুশিতে মন আটখান
ফিলিস্তিন নিয়ে কোন কথা নয়
মরুক গে মুসলমান!
ইসলাম- আমার ব্যবসা মাত্র
আমি বুঝি তার মান
বুঝি কখন গাইলে লাভ আর
কখন কী লোকসান!
এই সময়ে গাওয়া যাবে না
ইসলাম নিয়ে গান
কেননা তাতে ক্ষ্যাপতে পারেন
ক্যাথলিক আব্বাজান।
আব্বা মানেই ক্ষমতার আধার
নিছক নয় তা ফান
ক্ষমতা দেবেন যেই বাবা সেই
বাবাতে রাখছি টান।