কলমিলতা! কলমিলতা!
জলে ভেসে রও
ঢেউয়ের সাথে সারাটা দিন
কত কথাই কও।
আমার মনের কথাগুলো
শোনার কেহ নাই
বাবা গেছে কাজের খোঁজে
পড়তে গেছে ভাই।
মায়ের হাতে সময় কোথা
রান্না করার বাকি
হাজার কথা পেটে আমার
কেমন করে রাখি?
হবে নাকি বন্ধু তুমি-
শুনবে মনের কথা?
একটুখানি সাড়া পেলে
কাটবে নিরবতা।।