কঁচিমামার হবি-
সারাটা দিন ঘুরে ঘুরে
তোলেন শুধু ছবি!
বলেন- ‘আমার ট্রপিকগুলো
আশেপাশের সবই।
নদী-নালা পুকুর-ডোবা
জলে থাকা মাছ
গরু-ছাগল হাঁস-মুরগি
লতা-পাতা গাছ
ইট-পাথর মেঘ-বৃষ্টি
সূর্য তারা চাঁদ
কীট-পতঙ্গ মশা-মাছি
যায় না কিছু বাদ।’
আমারও যে ইচ্ছে করে
মামার মত হই
সারাটা দিন প্রকৃতিতেই
মিলেমিশে রই।