খুকির বিড়াল- ময়না
তার মত কেউ হয় না
মিঁউ মিঁউ করে ডাকে
অন্য কথা কয় না।

নাক গড়গড় ঘুম যায়
দুধে মাখা ভাত খায়
মন্ডা মিঠাই জিলাপি
তার পেটে সয় না।

পেলে খুশি নরম হাড়
ভাজামাছও প্রিয় তার
গন্ধপেলে ছাটে আসে
দূরে তখন রয় না!

সবাই তারে আদর করে
মাঝে মাঝে খুকি ধরে
নিজে তারে সাজিয়ে দেয়
পড়িয়ে দেয় গয়না!