: ওগো পাখি চন্দনা
দেখতে তুমি মন্দ না
এবার আমায়
বলো দেখি
করছো কিসের বন্দনা?

: ডাকছি আমার স্রষ্টাকে
সকল কিছুর দ্রষ্টাকে
তিনি সবার
প্রতিপালক
সুপথ দেখান ভ্রষ্টাকে!

সৃষ্টি জগত তাঁরই দান
তিনি রহিম রহমান
আকাশ-বাতাস
সাগর পাহাড়
গাইছে তাঁরই গুণগান!