ক্ষমতার_ ক্ষীর
পাই যদি পাতে
তুলে দুই হাতে-
খাই সাথে সাথে
মানি নাকো ধীর!

ক্ষমতার ক্ষীর
মজা খুব খেতে
চিরদিন পেতে
তাই উঠি মেতে
যেন মহা বীর!

ক্ষমতার ক্ষীর
পেলে ভুলি সব
আদত অনুভব
নিজে হই রব
মম উন্নত শির।