মানছি তোমার জবাব নেই
আগে পিছে
উপর নীচে
চামচা চেলার অভাব নেই!
কিন্তু.. আমার স্বভাব নেই।

আমার মতো আমি থাকি
রাত্রি ও দিন
ক্ষমতাহীন-
বদলে যাওয়া স্বপ্ন আঁকি
দুঃখ-সুখে... মাখামাখি।