তোমরা যাকে অশ্রু বলো- আমি বলি জল
সে জল আমার নয়ন থেকে গড়ায় অবিরল
যদিও এই মনটা কাঁদে
দুঃখ কুড়াই নির্বিবাদে
কোন সাহসে রুখে দেবো, নেই যে মনবল
এই জীবনের বসন্ত সব কেড়েছে এক খল!
সবার একটা লক্ষ্য থাকে আমার সেটা নেই
অচিন পথে চলতে গিয়ে কেবল হারাই খেই
দুচোখ জুড়ে দেখি ধাঁধা
আগে পিছে হাজার বাধা
একটা বাধা পেরিয়ে দেখি আবার বাধা সেই
দুখের নদী যাচ্ছি সেঁচে- ভাবছি জীবন এই!