মামার গাছে  আমের থোকা
আম পাড়তে  উঠলো খোকা
                         গাছে!

নীচে সেটা-    পড়বে যেথা
তুলবুলিটা-   দাঁড়িয়ে সেথা
আছে।


আমগুলি-   সব কাঁচামিঠে
পড়লো গিয়ে  বুলির পিঠে
                         দুম!

ডালটা ভাঙে-  মটাৎ করে
খোকার টুটে-   হঠাৎ করে
ঘুম!