বাবুইবাসা হাওয়ায় দোলে
খোকা বসে মায়ের কোলে
দেখতে এলেন মাসি-
মাসির পানে তাকিয়ে খোকার
ফুটলো মুখের হাসি!

খোকা হাসে- চারটি দাঁতে
ফুল হাসে তার সাথে সাথে
হাসে বনের পাখি
মায়ে বলেন- সোনার হাসি
আঁচল বেঁধে রাখি।

প্রজাপতির- রঙিন পাখায়
এই হাসিটাই- স্বপ্ন মাখায়
যেই বললেন মাসি
অমনি খোকা খিল খিলিয়ে
আবার ছড়ায় হাসি!