আমি আবুল-
বাবুল মিয়ার ছেলে,
ছাড় দিই না-
সুযোগ কিছু পেলে।

তিতা, মিঠা-
টক, পানসে, ঝাল
খেতে পারি-
দিয়ে সমান তাল।

খেতে পারি-
পুকুর, নদী, ঘাট
জমা, জমি-
সড়ক, বাজার, হাট।

ব্যাংক, বীমা-
পাউন্ড, ডলার, টাকা
সঙ্গে নিয়ে-
শালা, মামা, কাকা।

খেতে পারি-
কামড়ে, চুষে, চেটে
যখন যেমন-
শুয়ে, বসে, হেঁটে।

দেশটা আমার-
এই বাসনা পুষি
করছি সেটা-
যখন যেটা খুশি।

সরকারি মাল-
নিজের বলে জানি
ইচ্ছে হলেই-
যেদিক খুশি টানি।