ফিলিস্তিনি-? চিনি! চিনি!
করুক ওরা কান্না,
বরং এখন ভাবতে হবে-
ওরা মুসলমান না!
ওদের প্রতি দরদী হই
বড়ো আব্বা চান না!
উল্টে গেলে ওনার মতি
থাকবেনা যে কোন গতি
সৎরো বছর দাঁড়িয়ে আছি
সত্যি, কোন ফান না!
বড়ো আব্বা রাগেন যদি
জুটবে না আর বসার গদি
‘ইসলাম’ তাই বগল তলে-
কোন রকম টান না!
রাজনীতিতে- সবই চলে
ধর্ম টানি- স্বার্থছলে
ক্ষ্যামতা হলো মুল নিশানা
অন্য কোন গান না!
# সৎরো বছর- সতেরো বছর।