তাক দুমাদুম তাক
বাদুর বাজায় ঢাক
ময়ূর সেজে পেখম মেলে
খেমটা নাচে কাক
অবাক হয়ে কান্ড দেখে-
অন্য পাখির ঝাক।

লাগ ভেলকি লাগ
ভাঙ্গছে মধুর চাক
কাঁ- কাঁ- কাঁ- কাকার বাড়ি
গোল্লায় যায় যাক
সময় হলে রেখে দেবো
মাছের উপর শাক।

কাকের উচু নাক
বলবে তোরা থাক
ঐ নীলিমায় উড়াল দিবে
ঈগল দিলিই ডাক!
পিছন ফিরে তাকাবে না
যতোই ছাড়ো হাঁক!