বকাঝকা খিস্তিখেউড়
কাকতাড়ুয়ার ঠোঁটে
দেখি অবাক ফোটে!
তারা আবার শাসক সেজে
দশের বেসাত লোটে।
গাঁয় মানেনা আপনি মোড়ল
দাপট চাপট বেশি
দেখায় শক্ত পেশি
আমি কী আর এসছি উড়ে
খাঁটি বাংলাদেশী!
অন্যায়কে নেই না মেনে
ন্যায়কে সালাম ঠুকি
নীতির দিকেই ঝুঁকি
ভয় করি না জীবন দিতে
দুঃশাসনও রুখি।
ইতিহাসের পাতায় পাতায়
নামটা আছে লেখা
ভাবিস আমি একা?
একটু গায়ে টোকা দিয়েই
পারিস যদি দেখা।।