- খান সাহেবের ভুড়ি,
মেলে না তার জুড়ি!
- খান কি উনি?
খান কি উনি?
- ইরি ধানের মুড়ি!
- মুড়ি খেয়েই ভুড়ি?
ধুত্তুরি...! ধুত্তুরি...!
তার সাথে কি?
তার সাথে কি?
- তিরিশটা ডালপুরি!
দুই হাঁড়ি খিচুড়ি!
সাতাশটা কচুরি
- আর কি থাকে?
আর কি থাকে?
- আন্ডা গোটা কুড়ি
খাওয়া শেষে
দাওয়ায় বসে
টানে সে গুড়গুড়ি!