উদোর পিন্ডি
বুধোর ঘাড়ে চাপিয়ে
গলার জোরে-
ভুলোক-দুলোক কাঁপিয়ে-
বড়দা গেছেন হাঁপিয়ে।

করছেন আয়েশ
এখন তিনি ঘরে তার
দর্শনার্থী-
দেখা পাবেন পরে তার!
জানিয়ে দিলো জমাদার-
এখন তিনি-
ঘুমোচ্ছে লাল-চা পিয়ে।