- শ.ম. শহীদ

“ কী প্রয়োজন ছিলো!
মঙ্গাবাজার, ইলিশ এখন
দুই হাজারে কিলো!
তবে-
এটা পেলে তোর বৌদি
ভীষণ খুশি হবে!

জানিস-
বেতন দিয়ে হয় না কিছু
মানিস বা না মানিস!

ছেলেমেয়ের লেখাপড়া,
থাকি ভাড়া বাসায়
মনটা করে আকু-বাকু
ভালো কিছুর আশায়!
বাধ্য হয়ে এদিক-ওদিক
হাতটা মেলে ধরি
উপরওয়ালা সবই জানেন
পাপ কতটা করি।

তোর কাজটা করে দেবো
বিনিময়ে-এই
উপায় তো আর নেই!”