বাপের কোটায় পিএসসিতে
অপিস সহকারী-
চাকরি পেয়ে খলিল মিয়ার
কামায় কাড়ি কাড়ি!

ওরে.. বাপরে বাপ-
কেঁচো খুঁড়তে সাপ!

‘প্রশ্নপত্র ফাঁস’ ঘটনায়-
ভাঙ্গলো হাটে হাঁড়ি
বছর বারোয়- শত কোটি,
জমি, বাড়ি-গাড়ি!

করছো অনেক পাপ-
সামলাও এবার চাপ।