: বোঝ ঠ্যালা রাতেরবেলা
বেল টিপে চাস ভিক্ষা?
: দিনে গরম কী সে শরম
লইতাছি তাই দীক্ষা-
রোদের তাপে পরাণ কাঁপে
হিটস্ট্রোকের- ভয়টা,
রাত্রি বেশি- হয়নি দেশি,
কেবল বাজে নয়টা।
ছেলেমেয়ে- সব নাখেয়ে
করতে আছে কান্না,
ওদের মায়ে গ্যাছে গাঁয়ে
তাই হয় নাই রান্না!
নগদ টাকা- চাই না কাকা
পারলে কটা ভাত দেন,
মাছ-মাংস কিছু অংশ
না থাকলে- মাফ নেন।