ধূপছায়া- রূপছায়া- কায়াহীন অস্থিঃ
কাঙালের ভুখাপেট- কই খোঁজে স্বস্তি
হা-হুতাশ বসবাস- পীড়াপীড়ি গর্তে
রাজনীতি রাজাদের থাক্ বিনাশর্তে!

আমরা তো রাজা নই হতে পারি ভক্ত
সেই জেরে রাজপথে ঢেলে দেই রক্ত!
রক্তিম সেই পথে- ছোটে রাজার অশ্ব
ক্ষয় নেই শহিদের ভালো থেকো বৎশ্য!