বিবেকটা যার স্বার্থ-লোভের
কাগজ দিয়ে মোড়া-
দুর্নীতিতে- মন হবে তার
লাগামছাড়া ঘোড়া!

দেশের সেবায় তাকে কোন
পদ-পদবী দিলে
ফায়দা লুটার চেষ্টাতে সে
দেশটা খাবে গিলে।

==================================
১৮ নভেম্বর ১৯৮৯, জাতীয় সংসদ ভবন, ঢাকা।