কাদের নিয়ে কাদেরালির কা কা?
কাদের নিয়ে ঘোরান তিনি
উন্নয়নের চাকা?
কাদের বলেন- বিদেয় হ আর
কাদের বলেন চা খা?
তার কৃপায়তে বানায় কারা টাকা?
পান থেকে চুন খসলে পরে-
কারা ছোটেন ঢাকা?
কাদের সাথে সখ্যতা তার
এমন মধু মাখা?
সত্য কথা হতেই পারে বাঁকা!
তাই বলে কি জনম জনম
যাবে চেপে রাখা?
কাদের তিনি বলছেন এখন
পিছন ফিরে তাকা?
কাদের নিয়ে চলছে ঝাকানাকা?
উন্নয়নের- তালি দিতে
কাদের পকেট ফাঁকা?
এই সময়ে খুব প্রয়োজন
তাদের হিসাব রাখা।।