কোন খানে যখন দেখি- কাদা ছোড়াছুড়ি
তখন ভীষণ মনে পড়ে
পাই না তোমার জুড়ি।
যতই তুমি মুখে বলো- ধুৎত্তুরি! ধুৎত্তুরি!!

কাদাছোড়ায় তুমি ছিলে সবার চেয়ে আগে
কোন কাজে দোষ নিয়েছো
কখন নিজের ভাগে?
একাই হাসি- ওসব স্মৃতি মনে যখন জাগে।।