সংকট -
বাঁধা জট,
জীবনের গলিতে ;
পারিনা,
হারিনা
তবু পথ চলিতে।

তেলে জলে
মিশে চলে
রোজকার কড়চা;
রোজ তাই
যা কামাই
হয়ে যায় খরচা।

নেই পথ,
ভবিষ্যৎ -
আঁধারে ই ঢাকা;
শুধু রয়-
খোদা সয়,
জীবনের কা কা!