অসংগতির ষোল কলা
আমরা কেবল সই
সুযোগ পেয়ে আরো ধেয়ে
নেপোয় গিলে দই।
ওরা আবার ভাজতে জানে
কৈ এর তেলে কৈ
কান্ড দেখে- অবাক চোখে
আমরা চেয়ে রই।
দইয়ে-খইয়ে ওদের জীবন
আনন্দে হই চই!
তুমি-আমি ঝুট-ঝামেলা
শুধু মাথায় লই।
আসবে সুদিন আগামীকাল
চিহ্নটা তার কই?
যাকেই বলি- যুদ্ধে চলো
বলছে আমি নই।।
৩১ আগষ্ট ২০২৩, লালমনিরহাট সদর।