জনিদের অই বাড়িতে
পায়রা পোষে হাঁড়িতে
গোয়াল ঘরে গরুগুলো
বেঁধে রাখে শাড়িতে!
জনির মায়ে ভানে ধান
গালে গুঁজে মিষ্টি পান
সারাশরীর ঘামে ভিজে
কণ্ঠে বাজে বিয়েরগান!
জনির বোন- অনিতা
জানে- নানান ভনিতা
দিনে ক’বার হাসে-কাঁদে
লিখে রাখে- জনি তা!
জনির বাবা- চকিদার
ঘুমিয়ে রাত করে পার
মাসের হিসাব কুড়ি দিনে
বুঝিয়ে দেয় চমৎকার!