জনতার তা এখন
মাইনাসে আছে
বোধ নেই ক্রোধ নেই
ঘাঁপটিতে বাঁচে
তাই বলে ভেবো না
জাগবে না তারা
কোনদিনও রাগবে না
রবে দিশেহারা!

কেউ এসে ডাকলেই
মুজিবীয় হাঁকে
মিছিলে শামিল হবে
তারা ঝাঁকে ঝাঁকে
রক্তে কিনেছে দেশ
পায়নি তো ফাও
রুখে দেবেই অনাচার
কেন ভুলে যাও!

# ১২ আগষ্ট ১৯৮৮, জাতীয় সংসদ ভবন, শেরের-বাংলা-নগর, ঢাকা।