চাইতে এলাম পরামর্শ
দিলেন কড়া উপদেশ-

“ভবেশ বাবুর টিকি ধরো
টেনে ছিঁড়ো মাথার কেশ।”

“আমি ওনার হাঁটুর সমান
হাঁটু থেকে মাথা কই?”

“আমি তোমার সঙ্গে আছি
যোগান দেবো লম্বা মই।”