চলতে চলতে গর্তে-
পড়ছি নানান শর্তে
খাচ্ছি কেবল ধাক্কা-
ঘোরছে নাতো চাক্কা
কী করে হবে রক্ষে-
বইছি যাতনা বক্ষে।
করছি যেদিক লক্ষ্য-
দেখছি চোরের সখ্য
ওদের নানান কান্ডে-
থাকেনা কিছুই ভান্ডে
করছি না কেউ চেষ্টা-
বাঁচাতে এই দেশটা।
হাঁটছি সকলে উল্টা-
দেখছিনা কেউ ভুলটা
হারিয়ে ফেলছি ছন্দ-
বাড়ছে কেবলই মন্দ
কারো খুঁজতে স্বস্তি
চলছে... জবরদস্তি।