ঘাসের ডগায় একটা ফড়িং
করছিলো সে মনিটরিং
হঠাৎ কেন- শুঁয়োপোকা
একা একা হচ্ছে বোরিং!
এদিক-ওদিক দুলিয়ে মাথা
খাচ্ছে কোথায় লতাপাতা
সুবিধের নয় ব্যাপারখানা-
হতে পারে যখন যা তা!
জানতে এলো গোবরে নবাব
কেন হলো রুচির অভাব
জানা গেলো বোডমিটিং-এ
শুঁয়োপোকার এটাই স্বভাব।
স্বভাব তো নয় জীবনগতি
সন্নিকটে সময় অতি
খোলস ছেড়ে বেড়িয়ে এখন
রূপ নেবে সে প্রজাপতি!